Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন কৃত্রিম প্রজনন কেন্দ্র রয়েছে যার বর্ননা নিম্নরুপঃ-

 

ইউনিয়ন প্রজনন কেন্দ্র

ডাঃ মোঃ লুৎফর রহমান ( সরকারী পশু চিকিৎসা বিভাগ থেকে প্রশিক্ষনপ্রাপ্ত )

চেম্বার

অত্র ইউনিয়ন

পশু প্রজনন কেন্দ্র

নিজ বাসভবন ( জিয়াপড়া)

প্রতিদিন প্রায় ২০ টি গবাদী পশু গরু ও ছাগলের সুচিকিৎসা পদান করা হয়।

সেবা সমুহঃ-

০১। গরুর যাবতীয় রোগের সুচিকিৎসা প্রদান ।

০২। গরুকে আধুনকি পদ্ধতিতে প্রজনন ব্যবহার করা ।

০৩। গৃহপালিত পশু পাখির রোগের লক্ষন সনাক্ত করে তার প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা ।
০৪। বিভিন্ন জটিল রোগের জন্য পশুকে পরিীক্ষা করার পর্যাপ্ত ব্যবস্থা করা ।

০৫। পল্ট্রি ও ব্রয়লার জাতের উন্নত মুরগির বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য সুচিকিৎসা প্রদান করা ।

০৬। উন্নত মানের প্রজনন বীজ যেমন, পাকিস্তানী,অস্ট্রেলিয়া,জাপান ও আরও অন্যান্য উন্নত জাতের গাভীর বীজ প্রদান করা ।

০৭। প্রতিমাসে ২ বার করে গবাদী পমুকে বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য প্রতিষেধকমুলক টিকা প্রদান করা ।

০৮। প্রতিটি খামারী ও গবাদী পশু পালনকারীদের সাথে সৌজন্যমুলক সাক্ষাৎ করা ।

০৯। প্রয়োজনে যেকোন সময় যোগাযোগের মাধ্যমে জরুরী চিকিৎসা প্রদান করা হয় ।

১০। দরীদ্র ও ভুমিহীন মানুষদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হয় ।

 

আপনার গবাদি পশুর যেকোন রোগ সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য আজই আসুন ইউনিয়ন কৃত্রিম প্রজনন কেন্দ্রে।

যোগাযোগঃ -

ডাঃ মোঃ লুৎফর রহমান ( সরকারী প্রশিক্ষন প্রাপ্ত )

গ্রামঃ জিয়াপাড়া

ডাকঘরঃ মাড়িয়া

উপজেলাঃ বাগমারা

জেলাঃ রাজশাহী।

মোবাইল নং