Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের প্রায় অধিকাংশ রাস্তাঘাট পাকা করন করা হয়েছে । গোবিন্দপাড়া ইউনিয়ন থেকে জিল্লুর মোড় পর্যন্ত পাকা।িআবার পরিসদ হতে নসদাশ ইউনিয়ন পর্যন্ত পাকা। বোয়ালিয়া মোড় হতে হাট গাঙ্গোপাড়া পর্যন্ত পাকা রাস্তা । জিল্লুর মোড় হতে হাট দামনাশ পর্যন্ত রাস্তা পাকা । আবার চিল্লুর মোড় হতে হাট গাঙ্গোপড়া পর্যন্ত রাস্তা পাকা । মাড়িয়া মোড় হতে জিয়াপাড়া হাটথোলার মোড় পর্যন্ত পাকা। এছাড়াও রাস্তার বাকি অংশটুকুও আগামী বছরের শেষ নাগাদ ছাওয়াল কান্দা মোড় পর্যন্ত পাতা করে দেওয়ার প্রস্তাব রয়েছে । জিল্লুর মোড় হতে পাশুড়িয়া রাস্তা কাচা । মাড়িয়া মোড় হতে হাতরুম পর্যন্ত রাস্তা কাচা ।পশ্চিম দৌলতপুর মোড় হতে ভিতরে ৩ কি মি রাস্তা কাচা। তবে এই রাস্তা পাকা করনের প্রস্তাব আছে । এ বছরেই তা সম্পন্ন করা হবে বলে স্তানীয় সুত্রে বলা হয়েছে । খাজুর করকন্ড মোড় হতে ভিতরে প্রায় ৪ কি মি রাস্তা কাচা। বানইল বাজার হতে বটতলা বাজার রাস্তা কাচা । জিয়াপাড়া হাটখোলা মোড় হতে কোটগ্রাম পর্যন্ত প্রায় ৩ কিমি কাচা রাস্তা রয়েছে । এই এলকার মানুষ সচরাচর ভ্যান,সাইকেল,মোটরসাইকেল,লচিমন,করিমন,পিকআপ ভ্যান, ইত্যাদি যানবাহনের মাধ্যমে যাতায়াত  করে । ইদানিং কিছু কিছু মানুষ আবার অটোরিক্সা ও প্রাইভেট কারের মাধ্যমেও যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত করছে । আমাদের এলাকায় একসময়  গরুর গাড়ি ব্যাপকভাবে চলতো । কিন্ত আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তা আজ একেবা্রেই বিলিন হয়ে গেছে ।