Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংস্কৃতি

আমাদের এই এলাকার সংস্কৃতি তেমন আর কোন পুরাতন নয় বা তেমন নতনও নয় । ভাষার সাথে আমাদের সংস্কৃতি কিছু অমিল বা সঙ্গতিপুর্ন যা বৈচিত্রপুর্ন । আমাদের এলাকার অধিকাংশ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ । আর সামন্য ষসংখ্যক হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি লক্ষ করা যায় । বিশেষ করে জিয়াপাড়া,বানইল,রুদ্রমুখা,শান্তিপাড়া,হাতরুম,পাশুড়িয়া,দামনাশ,পারদামনাশ,দেওপাড়া,শালজোড়,পশ্চিম দৌলতপুর,চাইসারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতি লক্ষ্য করা যায় । আমাদের এই এলাকায় বৈচিত্রপুর্ন সংস্কৃতির পরিচয় পাওয়া যায় । মুসলমানদের ধর্মীয় দুটি প্রধান উৎসব হলো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা ।  আর হিন্দুদের রয়েছে আলাদা সংস্কৃতি । বিশেষ করে পহেলা বৈশাখ এই সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূঁজা । মুসলমানদের বিয়েতে তেমন কোন বিশেষ আয়োজন হয় না । কিন্ত হিন্দুদের বিয়েতে ব্যাপক উৎসাহ ও নাচগানের আয়োজন করা হয়ে থাকে । হিন্দু সম্প্রদায়ের বিয়ে মানে একটা বিরাট উৎসব । বহু যুগ ধরে  হিন্দু-মুসলিম একত্রে চলে আসা পুরাতন এই সংস্কৃতির আর  তেমন কোন পার্থক্য লক্ষ্য করা যায় না ।