Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র আপনার দ্বোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে অতি সাশ্রয়ী আর সহজেই । আপনি এখন ইচ্ছা করলে এখান থেকে বিভন্ন সেবা নিয়ে উপকৃত হতে পারেন ।

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র সকল সেবা এনেছে আপনাদের দোরগোড়ায় । যেসকল সেবা আপনারা তথ্য ও সেবা কেন্দ্রে পাবেন তার র নমুনা দেওয়াহলোঃ-

 

১। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সনদ প্রদান।

২।  ছবি তোলা,ছবি থেকে ছবি,  ও মান সম্মত ছবি প্রিন্ট করা ।

৩। ফটোকপি করা ।

৪। পাসপোর্ট তৈরী ও আবেদন ।

৫। সরকারীভাবে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানীর জন্য নিবন্ধন ।

৬। সকল প্রকার কম্পিউটার কম্পোজ ।

৭। ইনাটরনেটের মাধ্যমে যেকোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন।

৯। প্রজেক্টরের সাহায্যে যে কোন অনুষ্ঠানের মুলপর্ব,বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা ।

১০। বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রাম করা।

১১। এছাড়াও আরও অন্যান্য তথ্য জানতে আপনার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে আসুন । সেবা নিন উন্নত ও ডিজিটাল বাংলাদেশ গড়ুন।

আসুন আমরা সকলে একটা সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশ গড়ি।