Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Tourist Spot

Search

# Title Location Transportation Contact
1 মাড়িয়া মোড় ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত মাড়িয়া গ্রামের পুর্বে এর সুস্পষ্ট অবস্থান বাগমারা উপজেলা হতে হাট গাঙ্গোপাড়া বাজার । হাট গাঙ্গোপাড়া বাজার তেতুলতলা মোড়। তেতুলতলা মোড় হতে ৩ দিকে তিনটি রোড পৃথক ৩ টি ইউনিয়নের দিকে ধাবিত হয়। তেতুল তলা মোড় হতে ১ টি রোড পশ্চিমে আউচপাড়া ইউনিয়নের দিকে গিয়েছে ।দক্ষিন দিকে হাট হাট গাঙ্গোপাড়া বাজর রোড । এখন আপনি উত্তর দিকে যে রোডটা গিয়েছে সেটা লক্ষ করুন ।এই রোডটা ১ নং গোবিন্দপাড়া ইউনিয়নের দিকে গিয়েছে যার শেষ সীমা দামনাশ হাট পর্যন্ত বিস্তৃত(প্রায় ৮ কি:মি:)। তবে তেতুল তলা মোড় হতে মাড়িয়া মোড়ের দুরত্ব হবে মাত্র ২ কি:মি:। এখন আপনাকে এই রোডে যেতে হবে । এখানে বা আমাদের এলাকায় সচরাচর ভ্যান, অটোরিক্সা,নছিমন,করিমন, বিশেষ পরিবহন হিসেবে চলাচল করে । সর্বোচ্চ ৫ টাকা ভাড়ায় মাত্র ১০ মিনিটে মাড়িয়া মোড়ে পৌছানো যায়। মাড়িয়া মোড় হতে পশ্চিম দিকে একটা রোড বানইল ঐতিহাসিক বাজারের দিকে গিয়েছে। এই রোডের হাত ধরে মাড়িয়া মোড় হতে পশ্চিমে মাত্র ৪০০ গজ দুরেই মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাড়িয়া উচ্চ বিদ্যালয় ও মাড়িয়া কলেজ। দুরত্বের ব্যবধান মাত্র ৪০০ গজ। আপনি ইচ্ছা করলে একবার মাড়িয়া মোড়টা ঘুরে দেখে আসতে পারেন । আমদের এরকার সবচেয়ে সবচেয়ে দর্শনীয় স্থান হিসেবে জায়গা দখল করে আছে । 0